** এজেন্ট যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে দেয় — তাহলে আপনি একাউন্টে লগইন করে সঙ্গে সঙ্গে আবার নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন।
এজেন্ট যেন কোনোভাবেই আপনার পাসওয়ার্ড না জানে।
আপনার পাসওয়ার্ড কাউকেই দেবেন না — সে যেই হোক না কেন।সকাল ১০:০০ টার আগে এবং রাত ১০:০০ টার পরে কোনো ইউজার যদি এজেন্টকে টাকা পাঠায়, তাহলে সেই টাকার দায়ভার কর্তৃপক্ষ নেবে না।প্রতিবার এজেন্টের কাছ থেকে পয়েন্ট নেওয়ার আগে এজেন্টের কাছ থেকে লেনদেন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জেনে নিতে হবে।
কারণ এজেন্ট ভেদে লেনদেনের পদ্ধতি ভিন্ন হতে পারে, তাই এই তথ্য জানা অত্যন্ত জরুরি।এজেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, এজেন্টের নামের শেষে থাকা কমপ্লেইন বাটনে ক্লিক করলে যে হোয়াটসঅ্যাপ নম্বর আসবে, সেখানে অভিযোগ জানাতে হবে। **